কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন তথ্যাবলী
মৎস্য অধিদপ্তর, কক্সবাজার সদর, কক্সবাজার।
১. আয়তন : ২২৮.২৩ বর্গ কিলোমিটার।
২. জনসংখ্যা : ৫,২২,৪৩৫ জন (প্রায়) । পুরুষ - ২,৭৪,৯৮৩ জন (প্রায়) ও মহিলা - ২,৪৭,৪৫২ জন (প্রায়) ।
৩. পৌরসভা : ১ টি।
৪. ইউনিয়ন : ১০ টি।
৫. গ্রাম : ১৮৫ টি।
৬. পরিবার : ৮২,৬৮৩ টি ।
৭. জন সংখ্যার ঘনত্ব : ২২৮৯.০৭ (প্রতি বর্গ কিলোমিটারে)।
৮. শিক্ষিতের হার : ৪৯.০২%
৯. পুকুরের সংখ্যা : ৯৫৬টি, আয়তন : ১৫৫.১৭ হেঃ
১০. চিংড়ি ঘেরের সংখ্যা : ২৬৯ টি, আয়তন : ২৭১৭.১৭
১১. বাৎসরিক মাছের মোট উৎপাদন : ১৮৫৯০.৫০ মে. টন (প্রায়)
১২. বাৎসরিক মাছের মোট চাহিদা : ৯৮৫৩.৫০ মে. টন (প্রায়)
১৩. চিংড়ির মোট উৎপাদন : ৭৪০ মে. টন (প্রায়)
১৪. চিংড়ির গড় উৎপাদন : ২৭২.৩৫ কেজি/হে:
১৫. নদীর সংখ্যা : ১ টি
১৬. চিংড়ির হ্যাচারীর সংখ্যা : ২০ টি
১৭. কার্প হ্যাচারীর সংখ্যা : ১টি
১৮. চিংড়ির ডিপোর সংখ্যা : ৪০
১৯. বরফ কলের সংখ্যা : ৩০টি
২০. মৎস্যজীবির সংখ্যা : ৯৬২০ জন
২১. মৎস্যজীবি সংগঠন : ৩০ টি
২২. কৃষি আবাদ যোগ্য জমি : ২১৯৭০ হে:
২৩. বনভূমি : ৭৭১৯.৫১হে:
২৪. লবণ চাষ যোগ্য জমি : ৭২৭.৬৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস